ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মা মেয়েসহ ৩জন নিহত

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৪ , ৫:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মুক্তাগাছা উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা লেগে অটোরিকশায় থাকা মা মেয়েসহ ৩জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুক্তাগাছার বিনোদবাড়ী মানকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার তিন বছরের মেয়ে আদিবা খাতুন ও মুক্তাগাছা উপজেলার ঘোরষাইল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মৃনাল চন্দ্র দাস (৬৫)। সোমবার (২২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার ভাবকীর মোড় চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার ভাবকীর মোড় চেরুমন্ডল এলাকায় কালভার্ট তৈরির কাজ চলছে। যে কারণে রাস্তার একপাশ দিয়ে গাড়ি চলাচল করছে। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য রাস্তার একপাশে উঠার সময় টাঙ্গাইল-গামী ট্রাক সেটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা ও মেয়েসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় আরও দুই জন। পরে আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহমেদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[wps_visitor_counter]