রফিক উদ্দীন ভূঁইয়ার ৯৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৪ , ৮:১৯ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের রাজনীতির সিংহ পুরুষ,ভাষা সৈনিক মরহুম জননেতা রফিক উদ্দীন ভূঁইয়া’র ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জননেতা রফিক উদ্দীন ভূঁইয়া আদর্শ বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে মরহুম জননেতার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় কবরস্থানে মরহুম জননেতা রফিক উদ্দীন ভূঁইয়া’র কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
জননেতা রফিক উদ্দীন ভূঁইয়া আদর্শ বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে ওই ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময়ে ময়মনসিংহ জেলা শ্রমিক-লীগের আহ্বায়কসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ময়মনসিংহের রাজনীতির সিংহ-পুরুষ, রাষ্ট্রভাষা আন্দোলনে ময়মনসিংহে গঠিত সংগ্রাম কামটির সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধে ভারতে ময়মনসিংহ অঞ্চলের বেসামরিক কমান্ডার, ময়মনসিংহ জেলার প্রাক্তন গভর্নর, প্রাক্তন সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। সদা হাস্যোজ্জল,সৎ, নির্লোভ, প্রচার বিমুখ,সাদাসিধে এ রাজনীতিবিদ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের মেরেঙ্গা গ্রামে ২৫ জানুয়ারি ১৯২৬ খ্রিষ্টাব্দে(শিক্ষা সনদ অনুযায়ী) আর পারিবারিক সূত্রে পাওয়া ৭ই আগস্ট ১৯২৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। সকল শ্রেণি-পেশার মানুষের আপনজন এ রাজনীতিবিদ ১৯৯৬ সালের ২৩ মার্চ ময়মনসিংহের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ক্ষণজন্মা রাজনীতিবিদ। নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের মেরেঙ্গা গ্রামের বড়বাড়ি হিসেবে স্থানীয়ভাবে পরিচিত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের তিনি তাঁর বাবা বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়াফিজ উদ্দিন ভূইয়া এবং মাতা মোছা: ফিরুজা খাতুন এর দ্বিতীয় সন্তান।

[wps_visitor_counter]