খুলনায় জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৪ , ৪:২০ অপরাহ্ণ

খুলনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০২২ বিষয়ে এক অবহিত-করণ কর্মশালা বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এই কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন এনএসডিএ’র সদস্য (প্রশাসন ও অর্থ) মোঃ জোহর আলী।
মুখ্য আলোচক তাঁর বক্তৃতায় বলেন, চতুর্থ শিল্প-বিপ্লবের যুগে প্রচলিত পেশার অনেকগুলোই গুরুত্ব হারিয়ে ফেলবে। আবার নতুন নতুন অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তরুণ জনগোষ্ঠীকে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সময়ের জন্য দক্ষ করে গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। দক্ষতা প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে অদক্ষ মানুষের চেয়ে কয়েকগুণ বেশি বেতন পাওয়ার সুযোগ থাকে। সংশ্লিষ্ট জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

[wps_visitor_counter]