জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৯:৩২ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আদিবাসীদের জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কোল আদিবাসীবৃন্দ। মানববন্ধন শেষে গ্রাম বাসীর পক্ষে শ্রী নরেশ কোল জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছে স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা সাড়ে ১১ টার দিকে বৈলঠা গ্রামের কোল আদিবাসীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও স্মারক লিপি থেকে জানা যায়, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বৈলঠা গ্রামের কোল আদিবাসীদের জমি থেকে মৃত সলিমুদ্দিনের ছেলে মো: বুলবুল, সফিকুল ইসলাম, মো: মশি, মো: সাইফুল ইসলাম ও মৃত ইয়াসিন মাস্টারের ছেলে মো: শহিদ প্রভাষকের নেতৃত্বে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন মিলে ৫ থেকে ৬ টি আম গাছ এবং ১০ থেকে ১২টি মেহগনি গাছ কাটে। পরবর্তীতে আদিবাসীদের বাঁধার সম্মুখীনে কাটা গাছগুলো জমিতে রেখেই চলে আসে তারা। মানববন্ধনে ছিলেন, নারায়ন কোল, লক্ষন কোল মাস্টার, নিমল কোল মাস্টার, বীরেন কোল, শ্রীভ লাল কোল ও রাভ্রণ কোলসহ আরোও অনেকে।

[wps_visitor_counter]