চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৯:৩৭ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয় এবং দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু, মোঃ দুরুল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। পরে ১৮টি ইভেন্টে এ প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

[wps_visitor_counter]