বাংলা নববর্ষ উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

প্রকাশিত : মার্চ ৩১, ২০২৪ , ৫:৩০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা হয়েছে। রবিবার (৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা প্রশাসন আয়োজিত সভায় নববর্ষে কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে দিবসটি যথাযথভাবে পালন করতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় সভায়। সভায় বক্তব্য রাখেন, রাখেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জেলা সুপার, মো. শরিফুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী ব্যবস্থাপক ও রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, জেলার মো. হাবিবুর রহমান, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গেয়ে, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলাসহ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ যথাযথভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলা নববর্ষ ১৪৩১ যথাযথভাবে উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

[wps_visitor_counter]