শিবগঞ্জে বাল্যবিয়ে পড়ানোর সময় ইমাম আটক:৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : জুন ১০, ২০২২ , ৭:১৩ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বাল্যবিয়ে পড়াতে গিয়ে এক ইমামকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটক ইমাম জেলার সদর উপজেলার নয়াগোলা গ্রামের মো : আবু বাক্কার। পরে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয় আদালত। উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া সাগর পাড়া গ্রামে মোহাঃ জুল্লু বাড়ীতে বৃহস্পতিবার দিনগত ( ৯ জুন) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোবারকপুর ইউনিয়নের টিকরী গ্রামের রফিকের ছেলে তরিকুল ইসলাম (১৭) ও মোবারকপুর ওপরটোলা গ্রামের মঈন আলীর মেয়ে মলি (১৫) খাতুনের বিয়ে পড়ানোর সমায় আনসার ভিডিপি সদস্য শহীদ ইসলামের সহযোগিতায় ইমাম আবু বক্কার কে আটক করা হয়। এ সময় বর-কনেসহ বাড়ীর সকলে টের পেয়ে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো আবুল হায়াত কে বিষয়টি জানিয়ে তার আদালতে হাজির করা হলে অভিযুক্ত ঐ ইমাম মো: আবু বাক্কার দোষ স্বীকার করায় রাতেই তাকে কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

[wps_visitor_counter]