চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমপাড়ার অভিযোগে ৩ জন গ্রেফতার

প্রকাশিত : জুন ১০, ২০২২ , ৭:৪৯ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ৮৩ মণ আমপাড়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার নতুন আলিডাঙা মহল্লার খালেদ মুন্সির ছেলে তোহিদ ইসলাম (৩০), একই মহল্লার মৃত সামাদের ছেলে সুমন আলী (৩২) ও শেখটোলা মহল্লার মৃত বিশু শেখের ছেলে দাল্লু শেখ (৫০)। পুলিশ জানায়, চলতি বছরের ১০ মে তর্তিপুর মৌজার ১০৩ নম্বর খতিয়ানের ৩৫, ৩৬, ৩৮, ৩৯ দাগের ৪ বিঘা জমি, জগন্নাথপুর মৌজার ৫০ নম্বর খতিয়ানের ১৫৫ দাগের ২৮ শতক জমি ও সেলাবতখানী মৌজার ৯৮৬ নম্বর খতিয়ানের ২৯১ দাগের ১ দশমিক ৩৪ শতক বাদী প্রবীর কুমার বান্ধ্যার পৈত্রিক ভোগ দখলীয় সম্পত্তির উপরে সুপ্রিম কোর্টের সিভিল পিটিশন ফর লীভ টু আপিল নম্বর ১৭০৯ অফ ২০২০ এর স্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। কিন্তু ২রা জুন ওই তিন মৌজার ভোগ দখলীয় জমির বাগানের বেশ কয়েকটি জাতের আম পেড়ে নেয় ওই তিন ব্যক্তি। শুক্রবার সকালেও ওই জমিগুলোর বাগানের খিরসাপাত, লক্ষণা, গুটিসহ প্রায় ৮৩ মণ আম পেড়ে নেয় তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমসহ ওই তিন ব্যক্তি গ্রেফতার করে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বাগানের আমপাড়ার অভিযোগে থানায় বেশ কয়েকদিন আগে মামলা দায়ের করেন প্রবীর কুমার বান্ধ্যা। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

[wps_visitor_counter]