বেগমগঞ্জে চাঞ্চল্যকর শিশু তাসফিয়া হত্যাকাণ্ড: রিমন বাহিনীর আরও এক সদস্য গ্রেফতার

প্রকাশিত : জুন ২৯, ২০২২ , ৬:২৬ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে পিতার কোলে সন্ত্রাসীদের গুলিতে শিশু তাফসিয়া হত্যার ঘটনায় রিমন বাহিনীর আরও এক  সদস্য মইফুল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে উপজেলার হাজিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মইফুল উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়পুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে। বুধবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে রিমন বাহিনীর সক্রিয় সদস্য শিশু তাসফিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত মইফুলকে গ্রেফতার করা হয়। ঘটনার পর তার ফাঁসির দাবীতে বিক্ষোভ করেছিলো এলাকাবাসী। মইফুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও মইফুল বেগমগঞ্জ মডেল থানা মামলা নং-২৪, তাং-১৪/০৪/২০২২, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/৩০২/৩৪ পেনাল কোড এর আসামী। যা আদালতে বিচারাধীন। উল্লেখ্য, বিগত ১২ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের বেচার দোকান এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসী রিমন বাহিনীর গুলিতে প্রবাসী আবু জাহেরের কোলে শিশু তাসফিয়া নিহত হয়। এ ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ এখনো পর্যন্ত রিমন বাহিনীর প্রধান রিমনসহ ৮ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

[wps_visitor_counter]