সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

প্রকাশিত : জুলাই ৭, ২০২২ , ৮:০৭ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৫৯ বিজিবি’র অভিযানে সোনামসজিদ সীমান্তে হেরোইন ও ইয়াবা, বিলভাতিয়া সীমান্তে ফেনসিডিল এবং শিয়ালমারা সীমান্তে আসামীসহ ইয়াবা এবং হেরোইন উদ্ধার হয়েছে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৬ জুলাই আনুমানিক রাত ১১টার দিকে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম এর নেতৃত্বে টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহখানা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক-বিহীন ৫০০ গ্রাম হেরোইন এবং ৯৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইন এবং ইয়াবা এর সিজার মূল্য- ১২ লক্ষ ৯৮ হাজার ৫’শ টাকা। এছাড়া, ৭ জুলাই ভোর রাত ৪টার দিকে বিলভাতিয়া বিওপির হাবি: মোঃ আবু তালেব এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯২ মেইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাতিয়া বিল নামক স্থানে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিক-বিহীন ৬৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার দাম ২৬ হাজার ৮’শ টাকা। অন্যদিকে, ৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ আঃ বারিক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২.২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর গংগারামপুর গ্রামের মনিরুলের ছেলে মোঃ পারভেজ মোশারফ (২৯), কে ২২ পিস ইয়াবা এবং ২ গ্রাম হেরোইনসহ আটক করতে সক্ষম হয়। যার দাম ১০ হাজার ৬’শ টাকা। উদ্ধারকৃত হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ আটক আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

[wps_visitor_counter]