শিংনগর ও বাখরআলী সীমান্তে মাদকসহ ১ জনকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : জুলাই ১৯, ২০২২ , ৫:২২ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পৃথক অভিযান চালিয়ে শিংনগর ও বাখরআলী সীমান্তে মাদকসহ ১ জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়ার মৃত তৈয়বুর রহমানের ছেলে। মঙ্গলবার ভোর রাত, সোমবার সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়ে শিংনগর বিওপির সাহাপাড়া ও বাখরআলী বিওপির নদীর ঘাট এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুরে ৫৩ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল নাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপি’র টহল দল মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া (মুন্সিপাড়া) এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জনৈক মঞ্জুর রহমানের বাড়ীতে তল্লাশি করে বিভিন্ন স্থানে লুকায়িত অবস্থায় ৮২০০ পিস ভারতীয় ইয়াবা এবং ২টি দেশীয় ধারালো অস্ত্রসহ মঞ্জুর রহমানকে আটক করে। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী বিওপি’র একটি দল গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাখেরআলীর নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের ভিতরে লুকায়িত অবস্থায় ৮০০ গ্রাম হেরোইন ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

[wps_visitor_counter]