বেগমগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত : জুলাই ২৭, ২০২২ , ৬:১১ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ১৫ শত মিটার চায়না দুয়ারী জাল ও চারশত ৫০ মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শরীফপুর-হাসানহাট খালসহ বিভিন্ন খাল থেকে এ জালগুলো জব্দ করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার এ অভিযান পরিচালনা করেন। এ সসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন জানান, মৎস্য সপ্তাহে নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাল থেকে অবৈধ জাল গুলো জব্দ করা হয়। যার দাম প্রায় ১৫ লাখ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।

[wps_visitor_counter]