ট্রাক ধরতে পুলিশের ধাওয়া: চুরি যাওয়া মালামাল আটক

প্রকাশিত : জুলাই ২৮, ২০২২ , ৯:৩২ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে একটি গোডাউন ঘর থেকে তালা ভেঙ্গে মালামাল চুরি করে ট্রাক যোগে পালানোর সময় ধাওয়া করে চোরাই মালামালসহ একটি ট্রাক আটক করেছে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর রাতে পঞ্চগড় সদরের জগদল বাজার এলাকায় পালানোর ট্রাকটিকে আটক করে পুলিশ। এ সময় একটি বড় কাটার, একটি ড্রিল কাটার মেশিন, ২০ গজ ইলেক্ট্রিক্ট তার ও দুই টি মোবাইল ফোনসহ গাড়িতে থাকা ৪১ বস্তা ভুট্টা, ১ হাজার ৫১১ লিটার সয়াবিন তেল, ৫ টি বিশুদ্ধ পানির বোতল, ২ বস্তা আটা, পাঁচ টি কোমল পানির বোতল, বিস্কুটসহ দোকানের বিভিন্ন মালামাল জব্দ করা হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে টহল দিচ্ছিলো তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি টিম। একসময় উপজেলার ভজনপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যায় (ঢাকা মেট্রো- ট ১৫-৬৬১২)। রাতের আধারে ট্রাকের গতি দেখে সন্দেহ হলে তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়া হয়। এতে ট্রাকটি না দারিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের টিম ধাওয়া করে। প্রায় ২০ কিলোমিটার রাস্তা ধাওকা করে ট্রাকটি পঞ্চগড়ের জগদল বাজারে পৌঁছালে ট্রাকটিকে আটক করা হয়। তবে এর মাঝে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় অনেক মালামালসহ ড্রিল কাটার মেশিন জব্দ করা হয়। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন চুরি যাওয়া মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে ট্রাকটি জগদল থেকে থানায় নিয়ে দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানাতে মামলার জন্য জানানো হয়েছে। পরে জানা যায় ট্রাকের মালামালগুলো কালান্দিগছ এলাকা থেকে চুরে হয় বুধবার (২৭ জুলাই) গভীর রাতে। এ ঘটনায় সকল আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

[wps_visitor_counter]