গফরগাঁওয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও টাকাসহ মালামাল লুট

প্রকাশিত : আগস্ট ৫, ২০২২ , ৬:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে একই পরিবারের পাঁচ-সদস্যকে খাবারের সঙ্গে চেতনা-নাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৪ আগস্ট) দিনগত রাতে গফরগাঁও পৌর শহরের ৫নং ওয়ার্ডের রেলওয়ের গোরস্থান রোড এলাকার মোঃ আকরাম হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। ওই পরিবারের অন্য সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসার কিচেনের জানালা দিয়ে খাবারের মধ্যে চেতনা নাশক ওষুধ স্প্রে করে। পরে ওই খাবার খেয়ে পরিবারের গৃহকর্তা আকরাম হোসেন (৪৫), সোরাইয়া (২৯), ইকরা (১১), রাহাদ (৮) ও ৫ বছরের শিশু রৌশানসহ ৫ সদস্য অজ্ঞান হয়ে পড়েন। পরে শুক্রবার সকালে পরিবারের অন্য স্বজন ও প্রতিবেশীরা টের পেয়ে অজ্ঞান অবস্থায় ৫ জনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা অজ্ঞান অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

[wps_visitor_counter]