পূর্ব শত্রুতার জেরে নোয়াখালীতে ওয়ার্কশপে সন্ত্রাসী হামলা ও ভাংচুর

প্রকাশিত : আগস্ট ২১, ২০২২ , ৪:৩২ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় পূর্ব শত্রুতার জের ধরে হাবিব উল্যাহর ওয়ার্কশপে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮ টার দিকে চৌরাস্তা ওভারব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, পৌর করিমপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত আলী আকবরের পুত্র হাবিব উল্যাহ দীর্ঘদিন থেকে চৌরাস্তায় সিএনজি ওয়ার্কশপ গ্যারেজের আয় দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে একদল সন্ত্রাসী ওয়ার্কশপে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় হামলাকারীরা নগদ ৩৬ হাজার টাকা লুটসহ ভাংচুরের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় হাবিব উল্যাহ বাদী হয়ে পৌর নাজিরপুর গ্রামের আবু তাহের সর্দার বাড়ির মৃত আবু তাহেরের পুত্র জহিরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি। রবিবার সকালে মামলার বাদী হাবিব উল্যাহ জানান, ঘটনার দুই দিন পার হয়ে গেলেও পুলিশ আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে তারা বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিচ্ছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]