ঝিনাইদহে জাল টাকাসহ প্রতারক গ্রেফতার

প্রকাশিত : আগস্ট ২৪, ২০২২ , ৮:০০ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন” পত্রিকার পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকার জাল নোট ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুনপাড়া গ্রামের আবু বকর খানের ছেলে সাইদ খান ও মাগুরা সদর উপজেলার শত্রজিতপুর এলাকার কালুপাড়া গ্রামের ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান। মঙ্গলবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মোহাম্মদ তারেক জানান, আটককৃত ব্যক্তিরা প্রথমে নিজেদের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। বিজিবি কর্তৃক তাদের আচরণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র দেখাতে বললে তারা ভুয়া পরিচয়পত্র দেখান। একপর্যায়ে তারা ভুয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করে। এরপর তাদের দেহ তল্লাসি করে জাল টাকা, ব্যবহৃত মোটর সাইকেল এবং মোবাইল জব্দ করে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। বিজিবি সূত্র জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে তারা সীমান্ত এলাকায় জাল টাকার কারবার করতো। পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে সরকারি অনুমোদন বিহীন অবৈধ ফেসবুক টিভি নামে পোর্টাল খুলে,অনলাইনসহ বর্তমান সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধীরা মাদক ব্যবসা,অনৈতিক নারী ব্যবসা, জাল টাকা ও সোনা চোরাচালান করছে। ঝিনাইদহ জেলা জুড়ে অনেকেই সাংবাদিকতার নামে বিভিন্ন ক্লিনিক, বেসরকারি হাসপাতাল, ইটভাটা, পুকুর খনন,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে রাতারাতি কোটিপতি হবার ধান্দায়। কথিত এসব সাংবাদিক পরিচয় দানকারীরা অনুমোদন বিহীন বিভিন্ন বাহারি নামে ইচ্ছামত ফেসবুকে টিভি নাম জুড়ে দিয়ে আবার টকশো করছেন। কিছু দুর্নীতিবাজ লোক এ সকল অনুমোদন বিহীন টকশোতে অংশগ্রহণ করেন টাকার বিনিময়ে। এ সব সরকারি অনুমোদন বিহীন অবৈধ, দুর্নীতিবাজ সাংবাদিক নামধারী জামায়াত-শিবিরের প্রোডাকদের বিরুদ্ধে জেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে বারংবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উত্থাপন হলেও অদৃশ্য কারনে ঝিনাইদহ জেলা প্রশাসন কোন ব্যবসা গ্রহণ করেননি।
এই চক্রটি পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট এবং বিয়ারটিএ অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে অন্যের কাজ নিজের বলে তদ্বির করছেন বলে পুলিশের ডিএসবি অফিস সূত্রে জানা গেছে।

[wps_visitor_counter]