মেহেরপুরে ককটেলসহ ২জন গ্রেফতার

প্রকাশিত : আগস্ট ২৪, ২০২২ , ৮:১৫ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মেহেরপুরের গাংনী থেকে বিস্ফোরক দ্রব্য ককটেলসহ ২জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব। বুধবার (২৪আগস্ট) ঝিনাইদহ র‌্যাব-৬ (সিপিসি- ২) এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মেহেরপুর জেলার গাংনী থানাধীন কুটি ভাটপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযানিক দলটি একই তারিখ সোয়া ছয়টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন কুটি ভাটপাড়া গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুল আলিম স্বপন(৩৫), পিতা-মৃত সালাম মিয়া, সাং-কোদালকাঠি ও আসামী মোঃ সিফাত আলী(৫৫), পিতা-মৃত সাকেম মণ্ডল, সাং- কুটি ভাটপাড়া, উভয় থানা-গাংনী, জেলা-মেহেরপুর-দ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ৩টি বিস্ফোরক দ্রব্য ককটেল, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ-১৪৪৫/- টাকাসহ উদ্ধার করে। জব্দ-কৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

[wps_visitor_counter]