চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত : আগস্ট ২৪, ২০২২ , ৯:০৩ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অস্ত্র চোরাচালানের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার ১৩নং ওয়ার্ডের মহানন্দা ব্রিজের টোল প্লাজার দক্ষিণ পাশে সড়ক ও জনপদ অফিস গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, ‌র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। আটক অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, জেলার সদর থানার গোবরাতলা ইউনিয়নের চাঁপাইমহেশপুর গ্রামের মোঃ আকালু”র ছেলে মোঃ আল আমিন (৩০)। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার গভীর রাতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৩শে আগস্ট রাত ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিন ’কে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকেই অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।

[wps_visitor_counter]