মানহানির অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনাল মামলা দায়ের

প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২২ , ৯:৩৫ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে এডভোকেট নিয়ামুল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত মিথ্যা, বানোয়াট, মানহানিকর, কুরুচিপূর্ণ পোস্ট করায় Syeda Tasnim Hussain নামক ফেইসবুক আইডিসহ আরও ৯ জনের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনাল মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পোষ্ট-দাতা, মন্তব্য-কারী ও ইন্দনদাতাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল, সিলেটে সাইবার মামলা দায়ের করলে সাইবার ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জকে মামলাটি সার্বিক তদন্তের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এডভোকেট নিয়ামুল হক জানান, তিনি আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণসহ সমাজের অন্যায় কাজের প্রতিবাদ করে থাকেন। বিভিন্ন সময় কু চক্রী-মহল তার সুনাম বিনষ্ট করার পায়তারাসহ সম্পূর্ণ মিথ্যা-ভাবে তাকে ও তার পরিবারকে নিয়ে ফেইসবুকের মাধ্যমে পোস্ট করে বিরূপ মন্তব্য করে আসছিলো। এরই ধারাবাহিকতায় বিগত ১০/০৯/২০২২ ইং তারিখে Syeda Tasnim Hussain যাহার ফেইসবুক আইডি লিংক (https:/ww/w.facebook.com/profile.php?id=100028813062713) এর মাধ্যমে তার মান সম্মান বিনষ্ট করার হীন পায়তারায় সোশ্যাল মিডিয়ায়/ফেইসবুকে তিনি, তার পরিবার ও মৃত পিতার সম্পর্কে বানোয়াট, মিথ্যা অপমান জনক, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করিবার অভিপ্রায়ে পোষ্ট করে। এ ছাড়াও আইনজীবীদের উদ্দেশ্য করে মানহানিকর কটূক্তি করে। এ জন্য তিনি পোষ্ট-দাতা, মন্তব্য-কারী ও ইন্দনদাতাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল, সিলেটে মামলা দায়ের করেন।

[wps_visitor_counter]