জমি নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : অক্টোবর ৪, ২০২২ , ৮:১৯ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ শহরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত যুবক শহরের চাকলাপাড়ার সত্যপদ দাসের ছেলে সুবির কুমার দাস (২০)। হামলার সময় স্থানীয়রা চাকলাপাড়ার বিমল দাসের ছেলে মিথুন দাসকে গণপিটুনি দেয়। সোমবার দিনগত রাত দেড়টার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এলাকাবাসী জানান, জমি নিয়ে মিথুন দাসের পিতার সঙ্গে নিহত সুবীর কুমার দাসের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় সুবীর কুমার দাসের ওপর হামলা চালান মিঠুনসহ কয়েকজন। ওই সময় সুবিরের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়। বাধা দিতে গিয়ে আহত হয় নিহত সুবিরের বাবা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাস। ঘটনার পর সুবির দাসসহ আহত পরিবারের সদস্যদের সঙ্গে গণপিটুনিতে আহত মিথুন দাসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সুবীরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর সিদ্দীক সুবির কুমারের মৃত্যুর খবর নিশ্চিত করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি আরো জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

[wps_visitor_counter]