নিষিদ্ধ হর্ন ব্যবহার করায় পঞ্চগড়ে ৩ চালককে জরিমানা

প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২২ , ৭:৫০ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নিষিদ্ধ হর্ন (হাইড্রোলিক) ব্যবহার করায় পঞ্চগড়ে তিন চালককে জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করা হয়। এ সময় অভিযানের পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল-আল-মামুন কাওসার শেখ, আশরাফুল ইসলাম ও সায়েদা খানম লিজা। এতে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জানা যায়, ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের সমানে তেঁতুলিয়া রোডে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় একটি বাস ও দুই ট্রাকের চালককে মোট তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। একই সাথে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে সহায়তা করে পঞ্চগড় জেলা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

[wps_visitor_counter]