চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ এনজিওর মালিক আটক

প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২২ , ৭:৩১ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ মোঃ মাসুদ রানা (২৫) নামে এক এনজিওর মালিককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চৌডালা ব্রিজের টোল ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রতিষ্ঠিত এনজিও মধুমতির মালিক এবং শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) মো. মাহবুব রহমান জানান, উপজেলার চৌডালা ব্রিজের টোল ঘরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সে মোটরসাইকেল যোগে কানসাট থেকে গোমস্তাপুর আসার পথে চৌডালা ব্রিজের টোল ঘরের সামনে তার মোটরসাইকেল গতি রোধ করে এ সময় তার দেহ তল্লাশি করলে কোমরে একটি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ এবং মোঃ মাসুদ রানাকে আটক করা হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানা অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

[wps_visitor_counter]