কমলগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২২ , ১১:০০ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষা ইউনিয়নের অন্তর্গত আহমদ নগর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলম মিয়া চৌধুরী এর বিরুদ্ধে নাম সংশোধনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একের পর এক অনিয়ম ও দুর্নীতির কারণে এলাকার ছাত্র ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। সুপারের গাফিলতির কারণে এম.এ.হাসান নামীয় এক শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট হওয়ার পথে। জানা গেছে- ২০২০-২০২১ইং সেশনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর অধীনে ঐ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেন। কিন্তু দাখিল পরীক্ষার সনদপত্রে দেখা যায়, তার পিতার নাম মোহাম্মদ আকলু মিয়া এর স্থলে আকলু মিয়া এবং মাতার নাম মোছা শাফিয়া আক্তার এর স্থলে শাফিয়া বেগম লেখা রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষার্থীর প্রবাসী পিতা মোহাম্মদ আকলু মিয়া জানান, আহমদ নগর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলম মিয়া চৌধুরী ইচ্ছাকৃত ভাবেই ছাত্রদের নাম ভুল করে রেজিস্ট্রেশন করেন। এভাবে আরো একাধিক ছাত্র ভুক্তভোগী। বিগত জে.ডি.সি পরীক্ষার সনদপত্রে একই ভাবে ভুল লিপিবদ্ধ করা হলে মাদ্রাসার সুপার মোঃ আলম মিয়া চৌধুরী ১০ হাজার টাকার বিনিময়ে (নোটারী পাবলিক, রেজি নং- ৪৪২/২১, তারিখ: ০৮/০৬/২০২১ইং) নাম সংশোধন করেন। যেখানে হাজার টাকায় সংশোধন করা যায়, সেখানে ১০ হাজার টাকা আদায় করেছেন। পুনরায় নাম সংশোধনের নামে হয়রানী করে বিপুল পরিমাণ টাকা আদায় করার জন্যই একই ভাবে ভুল নাম রেজিস্ট্রেশন করেছেন। তিনি সময় মতো সংশোধন করলে সমস্যাটি হতো না। তার নিকট বার বার গেলেও কোন সমাধান করেননি। উল্টো ছাত্রকে এ বিষয়ে কথা না বলার জন্য হুমকি দেওয়া হয়েছে। ছেলেটি লেখা পড়া এখন ছেড়ে দিতে চাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে আহমদ নগর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলম মিয়া চৌধুরী ১০ হাজার টাকার বিনিময়ে জে.ডি.সি পরীক্ষার সনদপত্র সংশোধনের কথা মুঠোফোনে স্বীকার করে বলেন, সময় মতো সংশোধনী কাগজপত্র দাখিল না করায় এ সমস্যা হয়েছে। নিজ দায়িত্ব নিয়ে সংশোধন করে দিব।

[wps_visitor_counter]