প্রতারক চক্রের ৬ সদস্য আটক

প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২২ , ১২:৪১ পূর্বাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খোলসী বাজারের এনজিওর নিজ কার্যালয় থেকে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া এনজিওর মালিক, ম্যানেজার ও মাঠ-কর্মীসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে ৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৫), (মূলহোতা ও ম্যানেজার) একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে তৌহিদুর রহমান (৩৮) (মাঠকর্মী), নয়াদিয়ারী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জিয়াউল হক (৪০) (মাঠকর্মী), এবং নাচোল উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের জাহাঙ্গীর আলম (৩৫) (মাঠকর্মী), বাউল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে গোলাম আযম (৩৮) (মাঠকর্মী),মীড়কাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৩৭) (মাঠকর্মী)। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বুধবার (৭ ডিসেম্বর) রাত ৭টার সময় নাচোল উপজেলার খোলসী বাজারের এনজিওর নিজ কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অবৈধ ভুয়া ১০০০ টি পাশবই, ১৫টি ভুয়া সিল, ১৪টি চেকলন রেজিস্টার ও ৩টি ব্যাগ-জব্দ করা হয়। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‌্যাব-৫ এর লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা করা হয়েছে।

[wps_visitor_counter]