মৌলভীবাজারে দোকানের তালা ভেঙে ১৮ লাখ টাকার মালামাল চুরি

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৩ , ৭:১৬ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলা সদরের পশ্চিম বাজার সংলগ্ন মাও: মোঃ লুৎফুর রহমান কামালী এর সাফি ইসলামী শপ (কাপড়ের দোকান) তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে । শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সোয়া ১২টা থেকে শনিবার ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময়ে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক মাও: মোঃ লুৎফুর রহমান কামালী মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে ও আশ-পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। মাও: মোঃ লুৎফুর রহমান কামালী জানান, প্রতি দিনের ন্যায় বেচা-কেনা শেষে সাটারে তালাবন্ধ করে চলে যাবার পর শুক্রবার জুম্মার নামাজ আদায় ও খাওয়া-দাওয়া শেষে দোকানে গিয়ে দেখা যায়, সাটারের তালা ভাঙা ও মালামাল এলোমেলো। চোরেরা বিভিন্ন ব্রান্ডের পাঞ্জাবী, লুঙ্গি, শাড়ী, থ্রি পিস, টুপি, বোরকা, আতর, খাতা, কলম, শীতের চাঁদর ক্যাশে থাকা নগদ টাকাসহ প্রায় ১৮লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অজ্ঞাতনামা চোরেরা আলামত নষ্ট করার জন্য দোকানের সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় ও ভাংচুর করে।

[wps_visitor_counter]