পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক চুরি

প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৩ , ৯:৪২ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১০ চাকার একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ভোর রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে অবস্থিত তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ট্রাকের মালিক সমারু তেঁতুলিয়া মডেল থানায় একটি এজাহার মূলে লিখিত অভিযোগ দায়ের করেছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগে জানায়, ওই দশ চাকার ট্রাকের চালক বুলবুল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় ভজনপুর বাজারের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে ঢাকা মেট্রো-ট-২০-২৭১৩ নাম্বারের দশ চাকা ট্রাকটি রেখে বাড়িতে যায়। পরে সকাল ৮টার সময় ট্রাকের মালিক সমারু ও চালক বুলবুল ঘটনাস্থলে উপস্থিত হলে ট্রাকটি দেখতে না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করে। এদিকে ওই ইউনিয়নের বিভিন্ন স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিকেলে তেঁতুলিয়া মডেল থানায় বাদী হয়ে সমারু একটি জিডি মূলে লিখিত অভিযোগ দায়ের করে। ট্রাক মালিক সমারু জানান, খোঁজাখুঁজির পরেও ট্রাকটি পাওয়া যাইনি, এদিকে এখনো খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি। বিষয়টি পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিতে জানানো হয়েছে। সকলেই থানায় সাধারণ ডাইরি করার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আমি আমার ট্রাক হারানোর বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডাইরি করেছি।

[wps_visitor_counter]