পরীর পাহাড়ের সরকারি খাস জমিতে ১৭ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৪ , ৭:২৯ অপরাহ্ণ

প্রতিকি চিত্র।

চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কোতোয়ালী থানার আন্দরকিল্লা মৌজার বিএস ১ নং খাস খতিয়ানের বিএস ৩০২৪ ও ৩০৩০ দাগের শূন্য দশমিক ১৪৩৬ একর জমি উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত স্থানে জনস্বার্থে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পরিকল্পনায় ওয়াশব্লক স্থাপন, বসার-স্থান নির্মাণ ও জনসাধারণের চলাচলের পথ প্রশস্থকরণ কার্যক্রম পরিচালিত হবে। অবৈধ এ স্থাপনার কারণে এস্থানে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিলো। অবৈধ স্থাপনাসমূহ পরীর পাহাড়ের রাস্তাকে খুবই সরু করে ফেলেছে। কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটলে অগ্নি নির্বাপক গাড়ি যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাছাড়া জেলা পুলিশ ও কারা কর্তৃপক্ষ এ রাস্তা ব্যবহার করে শত শত আসামিদের প্রতিনিয়ত আদালতে আনা নেওয়া করে থাকে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

[wps_visitor_counter]