মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৭:১৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় মো.হারুন (২১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। হারুন সদর উপজেলার রামচন্দ্রপুর হাট গ্রামের আব্দুল ওহাবের ছেলে। রাষ্ট্র-পক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর আসামীর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এক দল সদস্য। অভিযানে আসামীর ঘর থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া গেলে সে অভিযানের সদস্যদের উপর হামলা করে পালিয়ে যায়। পরে সে ২০২০ সালের ৪ অক্টোবর আত্মসমর্পণ করে। এ ঘটনায় অভিযানের দিনই সদর থানায় মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রায়হান খান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আসাদুর রহমান মামলার অভিযোগ-পত্র জমা দেন।

[wps_visitor_counter]