চাঁপাইনবাবগঞ্জে ২দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

প্রকাশিত : জুন ১৬, ২০২২ , ৪:২৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে শিশু মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজন বৃহস্পতিবার শিশু র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দু’দিনব্যাপী এ মেলা শুরু হয়। বেলা পৌনে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে র‍্যালীর শুভ সূচনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। পরে র‍্যালীটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। শেষে আলোচনাসভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর-মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান। ৩০টি স্টলে দু’দিনের এ মেলায় শিশুতোষ বইসহ বিভিন্ন উপকরণ প্রদর্শিত হচ্ছে।

[wps_visitor_counter]