আইসিটি প্রতিমন্ত্রীর হায়ার অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন

প্রকাশিত : মার্চ ১৫, ২০২৩ , ১২:২৪ পূর্বাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের ২০ হাজার আইটি স্নাতককে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের জন্য ‘হায়ার এন্ড ট্রেইন প্রোগ্রাম’ চালু করেছে সরকার। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বিসিসি’র নির্বাহী পরিচালক রনজিৎ কুমারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার ও আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। প্রতিমন্ত্রী বলেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্পবিপ্লবের পর চতুর্থ শিল্পবিপ্লবে পরিবর্তন ঘটছে ক্ষিপ্র গতিতে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে না চললে আমরা পিছিয়ে যাব। ইতোমধ্যে মাইক্রোপ্রসেসর ডিজাইন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, রোবটিক্স ও সাইবার সিকিউরিটি- এই চার প্রযুক্তি নিয়ে দ্রুত কাজ শুরু এবং ‘হায়ার এন্ড ট্রেইন কর্মসূচি’র ডিজাইন করা হয়েছে। আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমআইএস ও আইআইটি এবং বুয়েটের সহযোগিতায় দেশের আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে হায়ার এন্ড ট্রেইন মডেলে ২০২৬ সালের মধ্যে ২০ হাজার স্নাতককে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), রোবটিক্স, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, ব্লকচেইনের মতো অগ্রসর প্রযুক্তিতে প্রশিক্ষণ দেবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

[wps_visitor_counter]