পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গণসচেতনতা র‍্যালি

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৩ , ১২:১৯ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার সকালে ‘আমাদের বিদ্যালয় আমাদের গর্ব-যেখানে শুরু এগিয়ে যাওয়ার পর্ব’ এ স্লোগানে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার অভিভাবকগণের অবহিত করন, ৫+বছর বয়সে প্রাক প্রাথমিক (শিশু) শ্রেণীতে ও ৬+বছর বয়সে প্রথম শ্রেণীতে আগামী ৩১ ডিসেম্বর/২০২৩ ইং তারিখের মধ্যে ভর্তি নিশ্চিত করার লক্ষে এক গণসচেতনতা র‍্যালি হয়েছে। পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হকের সভাপতিত্বে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান আরমান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সাবিনা পারভিন, মোসাঃ শুভ্রা হুমাইরা, রোজিনা রহমান, মোসাঃ শিউলি খাতুন, মোসাঃ মাসুমা খাতুন ও মোসাঃ মাহমুদা সুলতানা। পাঠানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমানুল্লাহ, শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয়ের অধ্যয়নরত সকল শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান শতভাগ নিশ্চিত করাসহ খেলাধুলা, বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের ধারা অব্যাহত আছে বলে নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক।

[wps_visitor_counter]