রাষ্ট্রপতির সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

প্রকাশিত : জুলাই ১৩, ২০২৩ , ৭:৫৭ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একযোগে কাজ করার কথা তিনি বলেন। গত বছর বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে সাসটেইনেবল এন্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট স্বাক্ষরিত হওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হবে বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর বাংলাদেশ। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে, বলেন রাষ্ট্রপতি। রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা প্রদানের জন্য ডেনমার্ককে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন, রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে ডেনমার্কসহ আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।
বিদায়ি রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডেনমার্কের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি ডেনমার্কের বিদায়ি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]