নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল

প্রকাশিত : নভেম্বর ১৯, ২০২৩ , ৩:৪১ অপরাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। সংস্থাটির ৪ সদস্যের প্রতিনিধি দল রবিবার (১৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করেছে। কমনওয়েলথের প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিমের সদস্য ও কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেক্টোরাল সাপোর্ট উপদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস বলেন, ‘প্র-ইলেকশন এসেসমেন্ট মিশনের অংশ হিসেবে আমরা এসেছি। যে কোনও সদস্য দেশেই কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি পাঠায়। ইসি ছাড়াও বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো।’ বৈঠক শেষে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, বাংলাদেশের নির্বাচনের আইন-কানুন, বিধি-বিধান, ভোটের দিন যানবাহন সংক্রান্ত ব্যবস্থাপনা এসব বিষয় কমিশনের কাছে অবহিত হতে চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার এসব বিষয়ে তাদের বিস্তারিতভাবে অবহিত করেছেন। এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা সুপারিশ তুলে ধরবে। তারপর কমনওয়েলথের পূর্ণাঙ্গ প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণে আসবে, কি আসবে না, তা পরে জানাবে।

[wps_visitor_counter]