একটি রাজনৈতিক দল শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিস্থিতিকে বাধাগ্রস্ত করছে

প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৪ , ৭:২৭ পূর্বাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটি রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে এবং তারা শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিস্থিতিকে বাধাগ্রস্ত করছে। ভোট দেওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু কেউ যদি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়, সেটি হবে অপরাধ। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য করতে কাজ করছি। শনিবার (০৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করা। রাজনৈতিক কোনো বিতর্কে সম্পৃক্ত বা জড়িত হওয়া আমাদের কাজ নয়। আমরা নির্বাচনকে নির্বাচন হিসেবেই আয়োজন করতে যাচ্ছি। আগামীকাল ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা তৈরির আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। ফলে এই নির্বাচন নিয়ে আমাদের চ্যালেঞ্জ রয়েছে। ভোটের একদিন আগে একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় চারজন দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা কে বা কারা করেছে, আমি জানি না। কেউ কেউ অনুমান করতে পারেন কারা ঘটিয়েছে। তাদের অনুমানের পক্ষে ভিত্তিও থাকতে পারে। এসব ঘটনায় আমরাও দুঃখ ভারাক্রান্ত, ব্যথিত। এসব ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি আমরা সহমর্মী। এ ধরনের ঘটনা কখনোই ঘটা উচিত নয়। ব্রিফিংয়ে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

[wps_visitor_counter]