মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমাদের লক্ষ্য ও চ্যালেঞ্জ

প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমাদের লক্ষ্য ও চ্যালেঞ্জ। ঢাকায় নিজ বাসভবনে কৃষি মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়-কালে মন্ত্রী এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, একটি জাতির উন্নয়ন অগ্রযাত্রায় একেকটি জাতীয় নির্বাচন একেকটি ধাপ। দেশের উন্নয়নকে চলমান রাখতে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আগামী ৫ বছর মানুষের জন্য আমরা কি করতে চাই, মানুষের আশা-আকাঙ্ক্ষাকে কীভাবে বাস্তবায়ন করতে চাই তা আমরা নির্বাচনী ইশতেহারে তুলে ধরেছি। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছে, আওয়ামী লীগের প্রতি আস্থা রেখেছে। তিনি কর্মকর্তা-কর্মচারীদেরকে দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে আগামী দিনে কাজ করার আহ্বান জানান। এ সময় কৃষি-সচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো: বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম, ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, পরমাণু গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, পাট গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক আবদুল আউয়ালসহ অন্যান্য সংস্থা-প্রধান এবং মন্ত্রণালয় ও সংস্থাসমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]