সংসদ নেতা শেখ হাসিনা উপনেতা মতিয়া চৌধুরী

প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৪ , ২:১১ অপরাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের ১ম সভা বুধবার (১০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১২টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত
হয়। সভায় সংসদ নেতা হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। একাদশ জাতীয় সংসদেরও নেতা ছিলেন শেখ হাসিনা। এছাড়াও এ সভা থেকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়েছে মতিয়া চৌধুরীকে। তিনিও একাদশ জাতীয় সংসদের উপনেতা ছিলেন। সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এমপিকে পুননির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী ।

[wps_visitor_counter]