বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৪ , ৯:৫৪ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় এনইসির সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় সরকারি বিনিয়োগের গতিধারা পর্যালোচনা; পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রক্ষেপণের সাথে এডিপি বরাদ্দের অসামঞ্জস্যতা; সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও সংশোধন সংক্রান্ত নির্দেশিকা পরিমার্জন/সংশোধন; নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের অগ্রগতি এবং সেক্টর/বিভাগ ভিত্তিক উল্লেখযোগ্য বিষয় পর্যালোচনা হয়। নয় বছর পর বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৫ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভা হয়েছিল।
সভায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারপারসন ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারপারসন ও পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব, কমিশনের সদস্যবর্গ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের সচিব, অর্থসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]