নারীদের যোগ্যতার পরিচয় দিয়ে সমাজের মূলধারায় প্রবেশের আহ্বান

প্রকাশিত : মার্চ ৬, ২০২৪ , ৫:৫৭ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি বলেছেন, ক্যারিয়ার কোন লিঙ্গ চিনে না। কর্মজীবন সঠিক সময়ে যোগ্য প্রার্থী খুঁজে নেয়। নারীদের তাদের যোগ্যতার পরিচয় দিয়ে সমাজের মূলধারায় প্রবেশ করার আহ্বান জানান। বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার আগারগাঁয়ে অবস্থিত আইসিটি ভবনে a2i কর্তৃক আয়োজিত STEM শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি: নারীর সমৃদ্ধি বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, হাইটেক এবং কম্পিউটারাইজড বিশ্বের এই যুগে ICT এবং STEM ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের জন্য STEM ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী উদ্ভাবন ও অগ্রগতি ক্ষেত্রে STEM এর ক্ষেত্রগুলি অগ্রণী ভূমিকা পালন করছে। তবে এই ক্ষেত্রগুলোতে নারীদের প্রতিনিধিত্ব অনেক কম। তিনি বলেন মাত্র ১৪% নারী বাংলাদেশ STEM (Science, Technology, Engineering and Mathematics) শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, কঠিন কঠিন বিষয়গুলো মেয়েদের দিলে তারা ভালো করবে না এ ধরণের মানসিকতা পরিবর্তন করতে হবে। সন্তান লালন পালন করা শুধু নারীদের দায়িত্ব সেই মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

[wps_visitor_counter]