নাচোলে বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ২০, ২০২২ , ৩:৪১ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রাজবাড়ি বাজারে বসুন্ধরা সিমেন্টের হালখাতা-১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে রাজবাড়ি বাজার সংলগ্ন বসুন্ধরা সিমেন্ট নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট থানার পরিবেশক “মেসার্স মারুফ এন্টারপ্রাইজ” এর আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের রাজশাহী বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের এরিয়া সেলস ইনচার্জ মোঃ আবু সেলিম রানা ও গোমস্তাপুর টেরিটোরির টেরিটরি অফিসার মো. রেজাউল করিম। এতে সভাপতিত্ব করেন-“মেসার্স মারুফ এন্টারপ্রাইজ” এর প্রোপাইটর মোঃ শফিকুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বসুন্ধরা সিমেন্ট গুণে-মানে বাজারের সেরা। আর গুণগত-মানের কারণেই বসুন্ধরা সিমেন্ট জেলায় শীর্ষে রয়েছে। বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গুণগত-মানের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না বসুন্ধরা সিমেন্ট। আগামীতে গুণগত-মান আরও উন্নত করা হবে। তিনি আরও বলেন, দেশের বৃহত্তম পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় বসুন্ধরা সিমেন্ট ব্যবহার হয়েছে। সবার সহযোগিতায় আরও এগিয়ে যাবে বসুন্ধরা সিমেন্ট। হালখাতা শেষে ৫ জন সেরা বিক্রেতাকে পুরস্কার এবং সব রিটেইলার, ঠিকাদার ও রাজমিস্ত্রিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

[wps_visitor_counter]