এনডিডি শিশু ও ব্যক্তিদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : জুন ৩০, ২০২২ , ১০:৪২ অপরাহ্ণ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, এনডিডি শিশু ও ব্যক্তিদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করছে। উপযুক্ত পরিবেশ পেলে এনডিডি শিশু ও ব্যক্তিরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরস্থ নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কার্যালয়ের সভাকক্ষে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য দেশের আটটি বিভাগে আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও রিহ্যাবিলিটেশন কেন্দ্র স্থাপন প্রকল্প বিষয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর ভূ-সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি যথাযথভাবে উৎপাদনমুখী কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোর আয় বাড়াতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, এনডিডি শিশু ও ব্যক্তিদের নিরাপদ জীবন নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনামতে বিভাগীয় শহরে তাদের আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও রিহ্যাবিলিটেশন কেন্দ্র স্থাপন প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প এমনভাবে গ্রহণ করতে হবে যাতে প্রতিষ্ঠানগুলো আধুনিক ও মানসম্মত হয়। এনডিডি প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

[wps_visitor_counter]