নড়াইলে দিঘলিয়া গ্রামে ওয়ার্কার্স পার্টির পরিদর্শন

প্রকাশিত : জুলাই ১৯, ২০২২ , ৫:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ১৫ জুলাই শুক্রবার ফেসবুকে এক ভুয়া পোস্টকে কেন্দ্র করে নড়াইল জেলার দিঘলিয়া গ্রামে সাহা পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা করা হয়। এতে বাড়িঘর, দোকান ও মন্দিরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং বহু সংখ্যক মানুষ হতাহত হয়। সাম্প্রদায়িক বিষ-বাষ্প ছড়িয়ে স্বার্থান্বেষী মহল প্রতিবার নির্বাচনের পূর্বে এ ধরণের নৈরাজ্য তৈরি করে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানায়। সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি নেতৃত্বে পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, নড়াইলের সাবেক সাংসদ কমরেড এড. শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এড. কমরেড নজরুল ইসলাম, কমরেড কিশোর রায়, যুব-মৈত্রী সহ-সভাপতি মোঃ তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]