ঝিনাইদহের আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

প্রকাশিত : আগস্ট ২৮, ২০২২ , ৭:৪৬ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকালে কালীগঞ্জ উপজেলা শহরে নীমতলা বাস-স্ট্যান্ডে বিএনপির পক্ষ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচী পালন করে। অন্যদিকে কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পাল্টা কর্মসূচি দেয় কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেওয়ায় দুই উপজেলাতেই আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি উপজেলাতেই প্রশাসন কঠোর ভূমিকা রাখেন। কালীগঞ্জ বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ এম শহীদুজ্জামান বেল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ প্রমুখ। বিএনপির বক্তারা, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দায়ী করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দ্রুত এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে সকলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে।
এদিকে হরিণাকুন্ডু উপজেলাতে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় হরিণাকুন্ডু উপজেলার বেল্টু মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা তেল পাম্পের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে ২৭ আগস্ট বিকালে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ হরিণাকুন্ডু ইউনিয়ন পরিষদের এক ঝাঁক তরুণ চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলাতে নেতা কর্মীরা পাল্টা বিক্ষোভ করে সমাবেশ করেছে। বিক্ষোভে বিএনপি’র পাল্টা-পাল্টি সমাবেশে-কে ঘিরে উপজেলা আওয়ামী লীগ-বিএনপি’র সমাবেশে হরিণাকুন্ডু উপজেলা জুড়ে রাজনীতির মাঠ হঠাৎ উত্তপ্ত করে তুলেছে। তবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক সাংবাদিকদের জানান বিএনপি’র সমাবেশে খারাপ বক্তব্য দেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ।

[wps_visitor_counter]