শক্তিশালী দেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধু

প্রকাশিত : সেপ্টেম্বর ৩, ২০২২ , ১১:৪৬ অপরাহ্ণ

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু দেশে ফেরার পর দেশকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন। ‘বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে ১২৬ দেশের স্বীকৃতি আদায়, আড়াই মাসে বন্ধুপ্রতিম দেশের সৈন্য ফেরত পাঠানো, দ্রুত জাতিসংঘসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সংস্থার সদস্যপদ অর্জন তথা নয়মাসে একটি সংবিধান তৈরি করেছিলেন। শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু দেশের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম- সবক্ষেত্রে কাজ করে গেছেন। কৃষি ক্ষেত্রে যেসব পলিসি, স্ট্র্যাটেজি বঙ্গবন্ধু রেখে গেছেন সেগুলো এখনো আমাদের চলার পথে পাথেয়। বঙ্গবন্ধু পররাষ্ট্র বিষয়ক অপূর্ব একটি নীতি আমাদের দিয়ে গেছেন, আমরা এখনো সেটা অনুসরণ করি, আর সেটা হলো- “সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়।” ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর এসব অর্জনের কথা শিক্ষার্থীদের জানাতে হবে। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান পরামর্শক প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি- এর সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ বইয়ের লেখক সেলিনা মোমেন, সম্মানিত অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সচিব ফাহিমা ইয়াসমিন, বিশেষ অতিথি প্রফেসর ড. কবির এইচ চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশন এলাকার ১৫টি বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯৭৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা বিষয়ক একটি অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয়।

[wps_visitor_counter]