এনটিআরসি’র অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে

প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২২ , ৯:০১ অপরাহ্ণ

রাশেদ খান মেনন, সংগৃহীত চিত্র।

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ (এনটিআরসি) এর অনিয়ম ও দুর্নীতি বন্ধে উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এনটিআরসি’র বিরুদ্ধে নিবন্ধনকৃত প্যানেলে নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা নানা অভিযোগ উত্থাপন করে ঢাকায় ১০০ দিন যাবৎ অনশন করছেন। অনশনরত নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংসদ সদস্য, ছাত্র সংগঠন, শিক্ষক, পেশাজীবী মানুষ আলাপ-আলোচনার মাধ্যম্যে বিদ্যমান সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন। বিষয়টি এখনও সুরাহা হয়নি। সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এ কথা বলেন।
ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোঃ তৌহিদুর রহমান, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু। কমরেড মেনন বলেন, প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা মন্ত্রীদেরকে নানাভাবে প্রভাবিত করে নিয়োগ পদ্ধতি ভঙ্গ করে নিয়োগ বাণিজ্য করছে। এটা কেবলমাত্র শিক্ষক নিয়োগ ক্ষেত্র নয়, চাকুরী নিয়োগের ক্ষেত্রেও এই কৌশল অবলম্বন করছেন। কমরেড মেনন বলেন, প্রশাসনকে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তিনি নিবন্ধনকৃত প্যানেল প্রত্যাশী শিক্ষকদের নিয়মকানুন মেনে অবিলম্বে নিবন্ধনকৃত শিক্ষকদের নিয়োগ দানের আহবান জানান।
সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]