ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিল পরিদর্শন করলেন শিল্প সচিব

প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২২ , ৬:৩৮ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব জাকিয়া সুলতানা শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল পরিদর্শন করেছেন। তিনি সকাল ৯ টায় সুগার মিলে পৌঁছানোর পর মিলের কর্মকর্তা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর মিল গেস্ট হাউজ চত্বরে বৃক্ষ রোপণ শেষে মিল কর্মকর্তা, জেলা প্রশাসন ও সিবিএ নেতাদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। শিল্প সচিব এর সফরসঙ্গী হিসাবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু ও ব্রিটিশ আমেরিকা বাংলাদেশ টোব্যাকো বাংলাদেশ এর চেয়ারম্যান গোলাম মইন উদ্দিন। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিব উদ্দিন খান জানান, শনিবার শিল্প সচিব মহোদয়ের মোবারকগঞ্জ সুগার মিল ও দর্শনা কেরু অ্যান্ড কোং মিল পরিদর্শনের অংশ হিসাবে সকাল ৯ টায় প্রথম পরিদর্শনে অত্র মিলে আগমন হয়। সচিব মহোদয় মিলের গেস্ট হাউজে পৌছালে তিনি সহ ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর শিল্প সচিব মহদয় মিলের গেস্ট হাউজ চত্বরের ফুল বাগানে গাছ লাগিয়ে বৃক্ষ রোপণ উদ্বোধন করে। এ সময় তার সাথেই সফরে আসা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু ও ব্রিটিশ আমেরিকা বাংলাদেশ টোব্যাকো বাংলাদেশ এর চেয়ারম্যান গোলাম মইন উদ্দিন মহোদয়গনও বৃক্ষ রোপণ করেন। শেষে মিলের গেস্ট হাউজে মিল কর্মকর্তা, জেলা প্রশাসন ও সিবিএ নেতাদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় মোচিক মিলের এমডি রাকিব উদ্দিন খান অত্র মিলের বর্তমান অবস্থা তুলে ধরা সহ সচিব মহোদয়কে সার্বিক পরিস্থিতি অবহিত করেন। মতবিনিময় শেষে অত্র মিলের সিবিএ সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহকারী সম্পাদক গোলাম রসুল শিল্প সচিব মহোদয়কে মিলের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ একটি ক্রেস্ট উপহার দেন।

[wps_visitor_counter]