প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ

প্রকাশিত : অক্টোবর ২, ২০২২ , ১২:৪৭ পূর্বাহ্ণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংগৃহীত চিত্র।

মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রবীণদের অভিজ্ঞতার কারণে তাদের প্রজ্ঞা ও জ্ঞান অনেক বেশি। তাই তারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শনিবার ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কাজে লাগাতে পারলে সমাজ অনেক উপকৃত হয় । তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও সঠিকভাবে গড়ে তুলতে হলে প্রবীণদের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম এ বাশারের সভাপতিত্বে জেলা প্রশাসক ড. মনসুর আলম খান ও পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]