ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ৯:৫৬ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও জেলার সকল ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় সারা দিন ব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার (০৬ফেব্রুয়ারি) জেলা শহরের ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের মাঠ চত্বরে বেলুন উড়িয়ে দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মনিরা বেগম।
মেলায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড এর সহকারি ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান ও সভা সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, শিক্ষা শাখা, এপিএ সেল ও এসডিজি) এস, এম, নুরুন্নবী। এ মেলায় অংশগ্রহণকারী ব্যাংকসমূহ: সোনালী ব্যাংক লি.,বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক লি. ডাচবাংলা ব্যাংক লি.,পুবালী ব্যাংক লি. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. অগ্রণী ব্যাংক লিমিটেড সহ মোট ২৮টি ব্যাংক অংশগ্রহণ করেন।
এ দিন কৃষি ঋণ বিতরণ করা হয় ২৪৩ জন কৃষকের মাঝে, কৃষি ব্যাংক,জনতা ব্যাংকসহ ২৮টি ব্যাংক মোট কোটি ৫০লক্ষ ১৩হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু,বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস,স্থানীয় সরকার এর উপপরিচালক মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান,সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল, অমিত কুমার বর্মন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সদর উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীবসহ আরও অনেকেই।

[wps_visitor_counter]