ক্ষতিগ্রস্ত তুরস্ক সিরিয়া পাশে দাঁড়ানোর আহবান

প্রকাশিত : ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ১০:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি এবং সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বুধবার এক বিবৃতিতে ভয়াবহতম ভূমিকম্পে তুরস্ক-সিরিয়া নিহতদের প্রতি গভীর শোক এবং আহতদের সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে তারা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়াতে বাংলাদেশ সহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তারা বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই চিকিৎসা সহ মানবিক সহায়তা নিয়ে তুরস্ক-সিরিয়া পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। এ জন্য তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির নেতৃদ্বয় তুরস্কে ধ্বংসস্তূপে আটকে পড়া বাংলাদেশী জনগণকে দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কার্যকরী ভূমিকা প্রত্যাশা করেছেন। বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির নেতৃদ্বয় ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশের আগাম সতর্কতামূলক প্রস্তুতি ও ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য সরকারসহ বাংলাদেশে কর্মরত দেশি-বিদেশি এনজিও এবং সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীদের উদ্যোগ গ্রহণের আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]