জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ১৭, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ জুন ) সকাল ১১ টায় জাতীয় প্রেস কাউন্সিলে সংগঠনের সভাপতি কৃষক-নেতা আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষক-নেতা মাহমুদুল হাসান মানিক। সভায় নেতৃবৃন্দ বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অথচ কৃষকরাই আজকে সবচেয়ে অবহেলিত। কৃষক তার উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য পায় না। নেতৃবৃন্দ আশা করেন কৃষকরা তার উৎপাদিত ফসলের যাতে লাভজনক মূল্য পায় সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন । নেতৃবৃন্দ আশা করেন কৃষকরা তার উৎপাদিত ফসলের যাতে-সভা থেকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কৃষকদের সমস্যাগুলো নিয়ে উপজেলা কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ভিত্তিক দাবি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লাভজনক মূল্য পায় সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। সভায় বক্তব্য সংগঠনের সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, আব্দুল হক, শেখ হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ, হবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আলমগীর রতন, সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানভীর রুসমতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]