উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন এমপি আব্দুল ওদুদ

প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৩ , ৮:২৯ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষায় আওতায় থাকা প্রায় ১৪ হাজার সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সুবিধাভোগীদের সামনে দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। শনিবার (১১ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে এই মতবিনিময় সভার আয়োজন করে রানিহাটি ইউনিয়ন পরিষদ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষের প্রতি আলাদা পরিকল্পনা করেছেন এবং তা বাস্তবায়ন করেছেন। বর্তমানে সামাজিক সুরক্ষা খাতের আওতায় নিম্ন আয়ের মানুষদের যেভাবে সহযোগিতা করা হচ্ছে, তা হয়ত তারা নিজেরাও কোনদিন কল্পনা করেনি। এখন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেয়ার লোক খুঁজে পাওয়া যায় না। সকলকে এসব সুবিধার আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একদিকে সামাজিক সুরক্ষা নিশ্চিত করছেন, তেমনি অন্যদিকে দেশের উন্নয়নকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। দেশে মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার হাত ধরে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলস-ভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রানিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, দেবিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ অপু, রানিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম শামীমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, রানিহাটি ইউনিয়ন পরিষদে সামাজিক সুরক্ষায় আওতায় সুবিধাভোগী রয়েছেন ১৪৫৩৮ জন। এরমধ্যে বয়স্ক ভাতা ১৩৭৫ জন, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা ৮০৩ জন, প্রতিবন্ধী ভাতা ৫৫১ জন, টিসিবি ১৮৭৫ পরিবার, উপবৃত্তি ২৬৯৭ জন, ভিজিএফ ৪৮৩৫ ও ১৫ টাকা কেজি চাল পায় ১৮১৮ পরিবার।

[wps_visitor_counter]